চবি বাণিজ্য অনুষদের অধীনে সিইউসিবিএ এর প্রাক্তন ছাত্র–ছাত্রীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশন এ্যালমনাই এসোসিয়েসনের মিলন মেলা এবং গালা নাইট গত শুক্রবার নগরীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মধ্যে একটা মেল বন্ধন তৈরীর লক্ষ্যে সিইউসিবিএ এলামনাই এসোসিয়েশন মিলনমেলার আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে ছিল লোকজ সংগীত ও নাটাই ব্যান্ড এর গানের আসর।
১ম ব্যাচ থেকে ২২তম ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এবং প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন। মোহম্ম্দ মহিউদ্দিন বলেন, দেশের সার্বিক উন্নয়নে এলমনাই এর ভুমিকা বিশ্বে অপরিহার্য। চট্টগ্রামে এই ধরনের একটি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে দেখে আমরা খুবই আশাবাদী। প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সরকারের প্রচেষ্টায় সিইউসিবিএ নামক একটি সেন্টার গঠিত হয় যার মাধ্যমে আজ আমরা দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এলমনাইরা হচ্ছে আমাদের সেই প্রতিচ্ছবি। প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী বলেন, শুধু বিনোদনের জন্য কিন্তু এলমনাই এসোসিয়েশন নয়, এলমনাই এসোসিয়েসন একটা মেল বন্ধন তবে সেটা হওয়া উচিত দেশ, জাতি ও রাষ্ট্রের অবকাঠামোতে ভূমিকা রাখার স্বার্থে। আমরা আশা করছি সিইউসিবিএ এলমনাই এসোসিয়েশন শুধু বাংলাদেশ নয়, বিশ্বে একটি রোল মডেল হিসাবে কাজ করবে।
সংগঠনের সাধারণ সম্পাদক আশেক হোসেন চৌধুরীর পরিচালনায় এবং কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, মোহাম্মদ রোসাংগীর, প্রফেসর সৈয়দ আহসানুল আলম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা এবিএম শিহাব উদ্দিন, আমিনুল ইসলাম এসিএমএ, উপস্থিত ছিলেন মিজানুর রহমান, সোহরাব মোস্তফা, শফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, দীপেশ বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষকবৃন্দ, কার্য নির্বাহী পরিষদের পৃষ্ঠপোষকবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, ও কার্য নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।