শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়নে উৎসাহিত করতে “Entrepreneurship : Insights & Readiness‘ শিরোনামে এক ব্যতিক্রমী কর্মশালা গতকাল শনিবার চট্টগ্রাম দক্ষিণ খুলশীর বিজিএমই ভবনের ১২ তলায় সিবিইউএফটি হল রুমে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনেস্ট্রেশন (সিইউসিবিএ) এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘ফিউচার ফরওয়ার্ড’ নামক সৃজনশীল কর্মসূচির প্রথম পর্বে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রায় ৫০ জন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেন, যার মূল উদ্দেশ্য ছিল দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন এবং নেটওয়ার্কিং সক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর এস. এম. নসরুল কাদির বলেন, “এলামনাই অ্যাসোসিয়েশন কেবল প্রাক্তন শিক্ষার্থীদের সংযোগ স্থাপনই নয়, এটি বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্মশালাগুলো প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে সহায়ক।”
কর্মশালায় বিশেষ মোটিভেশানাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রতিষ্ঠিত উদ্যোক্তা, ইস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর প্রাক্তন ১ম সহ–সভাপতি নাসির উদ্দিন চৌধুরী। কর্মশালায় বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন সিবিইউএফটির উপাচার্য প্রফেসর ড. ওবাদুল করিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসা অনুষদের প্রফেসর ড. সজিব কুমার ঘোষ। কর্মশালার উদ্বোধনী বক্তব্য দেন সিইউসিবিএ এলামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ব্যবসায় অনুষদের প্রফেসর ড. আবদুল্লাহ মামুন। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইউছুফ এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোঃ আশেক হোসেন রবিন। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রশিক্ষণ ও সেমিনার সম্পাদক মহিউদ্দিন রিয়াদ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইনোভেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও তরুন উদ্যেক্তা মাহবুব আলম। কর্মশালায় ছয়টি দলে বিভক্ত করে অংশগ্রহণকারীদের ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, সিদ্ধান্ত গ্রহণ এবং দলবদ্ধ কাজের দক্ষতা বৃদ্ধির ওপর হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। গ্রুপের মেন্টর হিসেবে এবিএম শিহাব উদ্দিন, মোঃ আমিনুল ইসলাম এসিএমএ, মোঃ মিজানুর রহমান, দীপেশ বড়ুয়া, সোহরাব মোস্তফা এবং মাহবুব আলম তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিইউসিবিএ এলামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, দপ্তর ও আইন সম্পাদক মোজাফফর হোসেন রাহাত, সাংস্কৃতিক সম্পাদক ইফাজ এবং কার্যনির্বাহী সদস্য মো. নইমুল হাসান সহ অনেকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিইউসিবিএ এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন অনলাইন পোর্টাল এবং ওয়েবপেজ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রফেসর নসরুল কাদির। প্রেস বিজ্ঞপ্তি।












