চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিইউসিবিএ ইভিনিং এমবিএ প্রোগ্রামের ২৪তম ব্যাচের ওরিয়েন্টেশন চট্টগ্রাম বিজিএমই ভবনে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। তিনি বলেন,একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে গ্র্যাজুয়েটরা নিজেদের পারদর্শিতা প্রদর্শন করে স্ব–স্ব কর্মজীবনে দক্ষতা, ও সৃজনশীলতা প্রতিফলন করে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ভূমিকা রাখতে পারে। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামীর সভাপতিত্বে এবং চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি বক্তা ব্যাংকার মো. জাকির হোসেন। বক্তা ছিলেন প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা, প্রফেসর ড. মো. আফতাব উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দীন।বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ জাবেদ হোসেন,এইচ এম সোহরাব মোস্তফা, দুলাল মিয়া, তানিজা জাহান, গাজী সাদিয়া আফরিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।