সিইউসিবিএ’র ক্রিকেট টুর্নামেন্ট ৪ ও ৫ মার্চ

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:১৭ পূর্বাহ্ণ

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশন এ্যালমনাই এসোসিয়েশন (সিইউসিবিএ) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট আগামী ৪ ও ৫ মার্চ সাগরিকা মহিলা কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত হবে। বর্তমান ও প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত ১২টি দল নক আউট পদ্ধতিতে এ টুর্নামেন্টে অংশ নেবে। ৪ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি বাণিজ্য অনুষদের ডীন প্রফেসর এসএম সালামত উল্ল্যাহ ভূইয়াঁ, সিইউসিবিএ এর পরিচালক প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসাইন এবং এসএ টিভির করেসপন্ডেন্ট কাজী হুমায়ুন কবির। ৫ মার্চ সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরিন আকতার। অতিথি থাকবেন প্রফেসর এসএম সালামত উল্ল্যাহ ভূইয়াঁ, প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসাইন,চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। উভয় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি রেজাউল ইসলাম ভুইয়াঁ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে চান টাইগ্রেস দলপতি
পরবর্তী নিবন্ধচন্দনাইশে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন