সিইউমুনা সম্মেলনের দশম আসর শুরু

অংশ নিচ্ছেন চার শতাধিক শিক্ষার্থী

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

চবি আন্তর্জাতিক কূটনৈতিক চর্চার অন্যতম বড় প্ল্যাটফর্ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থা (সিইউমুনা) আয়োজন করেছে তাদের ১০ম প্রতীকী জাতিসংঘ সম্মেলন। ‘আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে নগর শাসনব্যবস্থা এবং সামাজিক অবস্থানগত ন্যায়বিচারের পুনর্গঠন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চার দিনব্যাপী এ আয়োজন শুরু হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং ড. মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আইন অনুষদের ডিন ড. মুহম্মদ জাফরুল্লাহ চৌধুরী। এবারের সম্মেলনে মোট ১০টি কমিটি কাজ করছে। সম্মেলনে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। পাশাপাশি আফ্রিকা, আফগানিস্তান, নেপাল ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও এতে যুক্ত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজের ঠাঁই হবে না
পরবর্তী নিবন্ধদোহাজারীতে পাহাড় কাটায় পরিবেশ আইনে মামলা