‘যুক্তি–তর্কে হও আগুয়ান বুদ্ধির মুক্তি গাও জয়গান’–এই স্লোগানকে ধারণ করে চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেটের (সিইউএসডি) ১৪তম থিমেটিক বিতর্ক কর্মশালা ও চ্যাম্পিয়নশিপের ২০২৩ সমাপনী অনুষ্ঠান গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ১ নম্বর গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
সিইউএসডির সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর সিরাজ উদ্ দৌলা (ডিন সমাজ বিজ্ঞান অনুষদ, চবি), এস.এম মনিরুল হাসান (অধ্যাপক, সমাজতত্ত্ব বিভাগ, চবি), ড. মো. কামাল উদ্দীন (অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চবি) ড. ফুয়াদ হাসান (অধ্যাপক, মার্কেটিং বিভাগ, চবি) ফারিহা জেসমিন, (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চবি)। সিইউএসডির সহকারী বিতর্ক সম্পাদক মো. জসিম উদ্দিন এবং সহকারী মিডিয়া ও পাবলিকেশন সম্পাদক তাহসিনা রহমানের যৌথ উপস্থাপনায় আয়োজনের সমাপনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইলহাম শারার। এরপর একে একে বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথিবৃন্দ। বক্তব্য প্রদানের মধ্যে দিয়ে শেষ হয় এনাগরিং পর্ব। এরপরে ১৪ তম থিমেটিক বিতর্ক কর্মশালার বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। জাজ প্যানেলে ছিলেন সংগঠনটির বর্তমান এক্সিকিউটিভ সদস্যবৃন্দ। কর্মশালার চূড়ান্ত পর্বে ব্রিটিশ পার্লামেন্টরি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ক্লোজিং গভর্মেন্ট টিম ‘ট্রাম’ এবং রানার্সআপ হয় ওপেনিং গভমেন্ট অপজিশন টিম ‘টার্মিনেটর’। ডিবেটার অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন তানজিনা রহমান ইশরা। প্রতিযোগিতার পাবলিক স্পিকিং পর্বে বিজয়ী হন শামসুন নাহার আরিফা, প্রথম রানারআপ তাসনিম ফারিন প্রভা এবং দ্বিতীয় রানারআপ হন মো: আবদুল্লাহ আরমান রাহি। অন্যদিকে এশিয়ান পার্লামেন্টরি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম ‘সোনারগাঁও’ এবং রানার্সআপ টিম ‘বড় কাটরা’। ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট মনোনীত হন অঙ্কিতা চক্রবর্তী এবং ডিবেটার অব দ্যা ফাইনাল নির্বাচিত হন শামসুন্নাহার আরিফা। প্রমিসিং অর্গানাইজার হিসেবে পুরস্কার পান মো: জসিম উদ্দিন, আকলিমা খাতুন এবং নোমান ইবনে মোসলেহ উদ্দিন এবং বেস্ট প্রমিসিং অর্গানাইজার হিসেবে পুরস্কৃত হন শেখ মাহমুদ হাসান। সর্বশেষ চিটাগং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেটের সভাপতি ফারহানা খান যুথীঁর সমাপনী বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।










