সিইউএফএলের এমডি আট ঘণ্টা অবরুদ্ধ

ওভারটাইমের দাবি

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) রক্ষণাবেক্ষণ চলাকালীন ওভারটাইম না দেওয়ার প্রতিবাদে কর্মরত শ্রমিকরা এমডিকে (ব্যবস্থাপনা পরিচালক) ৮ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এসময় এমডির কার্যালয়ের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয় শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টার পর আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ কারখানায় গিয়ে শ্রমিক ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে বিসিআইসির একটি তদন্ত দল আজ শুক্রবার পরিদর্শনে এসে এ বিষয়ে সুরাহার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

কারখানার শ্রমিকরা অভিযোগ করে বলেন, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লি. গত ২৪ সেপ্টেম্বর থেকে বিসিআইসির অনুমতি নিয়ে রক্ষণাবেক্ষণের জন্য কারখানা দুই সপ্তাহ বন্ধ ঘোষণা করে। রক্ষণাবেক্ষণ শেষে গতকাল থেকে কারখানা উৎপাদনে যাওয়ার কথা ছিল। এ জন্য শ্রমিকরা রাতদিন খেটে গেলেও তাদের ন্যায্য পাওনা থেকে নানাভাবে বঞ্চিত করা হচ্ছিল।

কারখানা সূত্রে জানা যায়, রক্ষণাবেক্ষণকালীন অতীতে শ্রমিকদের নিয়মিত বেতনের পাশাপাশি ওভারটাইম দেওয়া হত। কিন্তু এবার তার ব্যতিক্রম হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে তারা। গতকাল বেলা ১১টায় শ্রমিকরা এমডি মো. শহীদুল্লাহ খানকে নিজ কার্যালয়ে ৮ ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তারা ওভারটাইমের দাবিতে স্লোগান দেয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ জানান, ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় সিইউএফএল সার কারখানা পরিদর্শন করে শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। মূলত ওভারটাইমের দাবিতে এমডিকে নিজ কক্ষে অবরোধ করে রাখে শ্রমিকরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে বিসিআইসির একটি তদন্ত দল শুক্রবার পরিদর্শনে আসার কথা রয়েছে। শ্রমিকদের দাবির বিষয়টি তদন্ত টিম সিদ্ধান্ত দেবে।

সিইউএফএলের জিএম (প্রশাসন) মো. মঈনুল হক বলেন, গতকাল সকাল ১১টা থেকে দিনভর শ্রমকিরা ওভারটাইম সংক্রান্ত বিষয় নিয়ে কারখানার এমডিকে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে তারা এমডির অফিসের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিষয়টি বিসিআইসি প্রশাসনকে জানানোর পর তারা এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে। আজ (শুক্রবার) সকালে তদন্ত টিমের কারখানা পরিদর্শনের কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমজুদ থাকা সত্ত্বেও কৃষিতে কমছে সারের ব্যবহার
পরবর্তী নিবন্ধনথি জালিয়াতি করে পণ্য খালাসের অভিযোগ