সিইউএফএল’র চার শ্রমিক নেতাকে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

রাষ্ট্রায়ত্ত সারকারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সিবিএর সভাপতি প্রার্থীসহ চার শ্রমিক নেতাকে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত আনোয়ারায় অবস্থিত কারখানার প্রধান ফটকে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিইউএফএল শ্রমিক লীগ, সিইউএফএল সিবিএ ও সাধারণ শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ শেখ সেলিম, আনোয়ারুল আজীম সবুজ, আলম মজুমদার, হারুন অর রশিদ, বজলুর রহমান ভূঁইয়া, মোশাররফ হোসেন, মো. শামীম, আবদুল কাদের প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ অক্টোবর সিইউএফএল সিবিএর বার্ষিক সাধারণ সভা (এজিএম) হওয়ার কথা ছিল। কিন্তু, তার একদিন আগে সিবিএকে চিঠি দিয়ে এজিএম না করার জন্য অনুরোধ করেন কর্তৃপক্ষ। পরের দিন সিবিএর সভাপতি প্রার্থী এমরান খানসহ চারজনকে বদলী করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ৫২ফুট উঁচু বুদ্ধ মূর্তি
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে ফ্যাশন ডিজাইন বিভাগের কর্মশালা