সিআরসিডি মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে বিশেষ ক্রুমিটিং,সিভি রাইটিং ও ক্যারিয়ার কাউন্সিলিং ওয়ার্কশপ গত ২৯আগস্ট অনলাইন জুম অ্যাপসে অনুষ্ঠিত হয়। স্কাউট লিডার পারভেজ সরকারের সঞ্চালনায় ও গ্রুপ সম্পাদক স্কাউটার মোহাম্মদ এনামের সভাপতিত্বে এতে ওয়ার্কশপ পরিচালক ও রিসোর্স পার্সন ছিলেন সিআরসিডি মুক্ত রোভার দলের প্রাক্তন সিনিয়র রোভার মেট মো. শাহাদাত হোসেন শাকিল।
বক্তব্য রাখেন স্কাউট লিডার মো. গিয়াস উদ্দিন,সিনিয়র রোভার মেট হাসান আল মেহেরান,গার্ল ইন সিনিয়র রোভার মেট সুমাইয়া শাহ, রোভার মেট আশরাফুল ইসলাম,ঋতিক দেয়ানজী,সুমাইয়া ইদ্রিস প্রমুখ।
এতে গার্ল ইন রোভারদের উদ্দেশ্যে ক্যারিয়ার কাউন্সিলিং উপর বিভিন্ন বিষয়ের উপর সেশন পরিচালনা করা হয় প্রেস বিজ্ঞপ্তি।