সিআরবি সাত রাস্তার মোড়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ম্যুরাল

আজ ভিত্তি স্থাপন করবেন ফজলে করিম এমপি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:২৩ পূর্বাহ্ণ

নগরীর সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এর সাত রাস্তার মোড়ে গোল চত্বরে নির্মিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ববৃহৎ ম্যুরাল। আজ সকাল ১১টায় সিআরবি সাত রাস্তার মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের নির্মাণ কাজের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

৫৭ ফুট উচ্চতার বঙ্গবন্ধুর এই ম্যুরালটি হবে চট্টগ্রামে এ যাবতকালে নির্মিত সর্বোচ্চ এবং সর্ববৃহৎ ম্যুরাল। বঙ্গবন্ধুর ত্রিমাত্রিক ম্যুরালটি এম এ আজিজ স্টেডিয়ামের দিক দিয়ে সিআরবি রাস্তায় প্রবেশের সময় দেখা যাবে, অপরদিকে পলোগ্রাউন্ডের ঐদিক দিয়ে সিআরবি প্রবেশের সময় দেখা যাবে এবং কদমতলী দিয়ে সিআরবিতে প্রবেশের সময়ও দেখা যাবে। এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা আজাদীকে বলেন, সিআরবি সাত রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ববৃহৎ ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আজ মঙ্গলবার সকাল ১১টায়। ৫৭ ফুট উচ্চতার বঙ্গবন্ধুর এই ম্যুরালটি হবে এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ ম্যুরাল। আমরা চেষ্টা করছি আগামী ডিসেম্বরের মধ্যে ম্যুরালের কাজ শেষ করতে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বিমান বন্দর সড়কে নির্মাণ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৩ ফুট উচ্চতার ম্যুরাল। এরমধ্যে শুধুমাত্র ম্যুরালের উচ্চতা ২৩ ফুট। এর আগে সিডিএ অঙিজেন সড়কের কুয়াইশ অংশে নির্মাণ করেছিল দেশের সবচেয়ে বৃহত্তম বঙ্গবন্ধুর ম্যুরাল। কুয়াইশ অংশে ত্রিমাত্রিক তিনটি ম্যুরালের উচ্চতা ৪৬ ফুট। প্রস্থ ১১ ফুট।

এদিকে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির আন্তরিকতায় রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপনায় সিআরবি সাত রাস্তার মোড়ে নির্মিত হতে যাওয়া ৫৭ ফুট উচ্চতার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ম্যুরাল হবে এই পুরো অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৩ জানুয়ারি সিআরবি গোল চত্বর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের জায়গা পরিদর্শন করেছিলেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। প্রায় তিন বছর পর বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের কাজ শুরু হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় এলে রক্তের বন্যা বইয়ে দেবে : কাদের
পরবর্তী নিবন্ধআখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন ৯ সেপ্টেম্বর