সিআরবি রক্ষায় প্রতিবাদ চলবে

নাগরিক সমাজের ইফতার মাহফিলে বক্তারা

| রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

সিআরবি রক্ষায় নাগরিক সমাজ-চট্টগ্রামের টানা প্রতিবাদ কর্মসূচি চলছে ১০ মাস। আন্দোলনকারীরা যতদিন পর্যন্ত সিআরবি রক্ষায় প্রধানমন্ত্রীর ঘোষণা আসবে না ততদিন প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সিআরবি চত্বরে গতকাল শনিবার নাগরিক সমাজ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে চট্টগ্রামের এই ফুসফুস রক্ষার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন সংগঠনের নেতারা।

অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নাগরিক সমাজের কো-চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, চটগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি অধ্যাপক হোসাইন কবির, কেন্দ্রীয় জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, নাগরিক সমাজের যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান বাদল, রাশেদ হাসান, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, নূরুল আজিম রনি, আব্দুল আহাদ, সাংবাদিক ঋত্বিক নয়ন, বোরহান উদ্দিন সালেহীন, প্রণব চৌধুরী, দিলরুবা খানম, সুনীল দে, শিবু প্রসাদ চৌধুরী, তোফাজ্জল হোসেন জিকু, লায়লা আক্তার এটলি, মোরশেদ আলম চৌধুরী, মিজানুর রহমান, মাহামুদুর করিম, হাসিনা আক্তার টুনু, নারায়ন দাশ, আনোয়ার পলাশ, মাইমুন উদ্দিন মামুন, শুভ দত্ত, তাপস দে, মোরশেদ আলম, মোহাম্মদ জাফর, একরাম হোসেন, মুজিব বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করে অধ্যাপক মাওলানা ড. মাসুম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে
পরবর্তী নিবন্ধবিভিন্নস্থানে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ