সিআরবি রক্ষার দাবিতে গতকাল সোমবার নাগরিক সমাজের মঞ্চে পুঁথি পাঠের আসরের আয়েজন করা হয়। পুঁথি পাঠের আসরে শিল্পী ও বক্তারা প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়াতে মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পুঁথি পাঠ করেন নয়ন শীল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, গবেষক ডা. মাহ্ফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, কবি হোসাইন কবির, জসিম উদ্দীন বাবুল, ড. ইদ্রিস আলী, বেলায়েত হোসেন, শিল্পকলা একাডেমির যুগ্মসম্পাদক মঈন উদ্দিন কোহেল, কবি মুসা চৌধুরী, ঋত্বিক নয়ন, প্রণব চৌধুরী, ফারুক তাহের, মুশতাক আহমেদ, অ্যাডভোকেট রাশেদ চৌধুরী, নুরুল আজিম রনি, হাসিনা আক্তার টুনু, ডা. আর কে দাশ রুবেল, বাচিকশিল্পী দিলরুবা খানম, কবি মিনু মিত্র, তাপস দে, বিপ্লব কুমার শীল, আবদুল্লাহ আল তানিম চৌধুরী, ওয়াহিদ মারুফ, রিফাত আলাউদ্দিন, জি এস আমিনুল করিম, সাজ্জাদ ইসলাম সোহাগ, সাজ্জাদ হোসেন জাফর, এম ইউ সোহেল, শাহাদাৎ হোসেন, অনির্বাণ দত্ত, জায়দিদ মাহমুদ, মোহাম্মদ সাকিব, প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, হুমায়ুন কবির মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি।