সিআরবি বাঁচাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

| মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

এই জনপ্রিয় নগরীর অন্যতম ফুসফুস নামে খ্যাত প্রাণের সিআরবি। কিন্তু এই ফুসফুস যেন হারাতে বসেছে তার প্রাণ। গত কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম সেখানে। গিয়ে মন হয়ে গেল মলিন। যেমন সিগারেটের ধোঁয়ায় ঝাঁজরা হয় ফুসফুস, তেমনি হলো সিআরবি। শেষ বিকেলের কাটানো সময়টা হয়ে ওঠে নিতান্তই বেদনাদায়ক। প্রকৃতি অসহায়, বাকস্বাধীনতা থাকলে হয়তো আজ সে লড়াই করতো। আমি বা আপনারা সবাই যদি একটু সচেতন হই, প্রাণের নগরী ফিরে পাবে তার সেই সুস্থ ফুসফুসকে। ফিরে পাবে তার ঐতিহ্য। আমরা পাবো রং, রূপ, গুণে ভরা পরিপূর্ণ প্রাণের নগরী সিআরবি। সেই সাথে সিআরবিকে বাঁচাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সায়িমা মুরাদ

জামাল খান, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধভূপেন হাজারিকা : সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধউৎসবে হেমন্ত