প্রাণ-প্রকৃতি ধ্বংস করে জনস্বার্থ বিরোধী হাসপাতাল নির্মাণে সিআরবি ধ্বংসের চক্রান্ত প্রতিহত করা হবে মন্তব্য করেছেন বক্তারা। জনস্বার্থ বিরোধী ক্ষতিকর প্রকল্প জনগণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত আন্দোলনের তোড়ে উড়ে যাবে বলে মন্তব্য করেন তারা। গতকাল শুক্রবার সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের সমাবেশে বক্তারা এই ঘোষণা দেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে নাগরিক কমিটির সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, সিআরবি চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মানুষকে বাঁচতে হলে প্রকৃতির নির্মল পরিবেশ দরকার। চট্টগ্রামের সেই পরিবেশ এখন অনেকটা নষ্ট হয়ে গেছে। একমাত্র সিআরবি আছে। শুধু চট্টগ্রাম নয়, দেশের কোথাও সিআরবির মতো নান্দনিক সৌন্দর্যমন্ডিত প্রাকৃতিক পরিবেশ দেখা যাবে না। এখন তা ধ্বংস করা হচ্ছে। কোন প্রকারে এটিকে ধ্বংস করতে দেয়া যাবে না। সিআরবিতে হাসপাতাল নির্মিত হলে পরিবেশ দূষণ ঘটবে এবং পুরো সিআরবি এলাকাটির প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক বলয় হুমকির মুখে পড়বে। সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প জনস্বার্থ বিরোধী প্রকল্প। যে কোন মূল্যে সিআরবিতে হাসপাতাল নির্মাণের চক্রান্ত প্রতিহত করা হবে। সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সরকারি জায়গা জনগণের সম্পত্তি। জনগণের সম্পত্তিতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করবে না- এমন কোনো প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। সিআরবি রক্ষা করার বিষয়টি আইনিভাবে নির্ধারিত। সিআরবিতে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামের আপামর মানুষ, বিভিন্ন সেবাসংস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুস্থ ধারার প্রগতিশীল ব্যক্তি সকলেই। এই জনস্বার্থ পরিপন্থী প্রকল্প জনগণের আন্দোলনের তোড়ে উড়ে যাবে।
বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি স্বার্থান্বেষী মহল সিআরবিতে স্থাপনা নির্মাণ করতে চাইছে।
সমাবেশে বক্তব্য দেন, অধ্যাপক ড. ইদ্রিস আলী, কবি হোসাইন কবির, আওয়ামী লীগ নেতা জসিম উদদীন চৌধুরী, সাংবাদিক মহসীন কাজী, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, স্বপন মজুমদার, আওয়ামী লীগ নেতা হাসান মনসুর, আবৃত্তিকার প্রণব চৌধুরী, নুরুল আনোয়ার, দেবাশীষ নাথ দেবু, শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, হাসিনা আক্তার টুনু, তোফাজ্জল হেসেন জিকু, আরফাতুল মান্নান ঝিনুক, জেনিফার আলম, কবি মিনু মিত্র, আবৃত্তিশিল্পী দিলরুবা খানম, সাজ্জাদ হোসেন জাফর, রতন ঘোষ, কামরুল হুদা পাভেল, পুলক বড়ুয়া, শাহারিয়ার তানিম, জাহেদ অভি, মুস্তাফিজ উদ্দিন প্রমূখ। সমাবেশ সঞ্চালনা করেন মাহামুদুল করিম।
সিআরবি রক্ষা মঞ্চের মশাল মিছিল :
সিআরবি রক্ষা মঞ্চের উদ্যোগে কদমতলী মোড়ে মশাল মিছিল পরবর্তী সমাবেশ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। মঞ্চের সমন্বয়ক ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে পলোগ্রাউন্ড ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট মিলনায়তনে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, গণমুক্তি ইউনিয়ন সভাপতি রাজা মিঞা, রিজওয়ানুর রহমান খান, অ্যাড. ভূলন ভৌমিক, অধ্যাপক আমির উদ্দিন, নুরুল আরশাদ চৌধুরী, সোলায়মান খান, মহল্লা সর্দার গোলাম মো. রাজু, সিদ্দিকুল ইসলাম, কাজী আনোয়ারুল হক, এস কে বারী, মশিউর রহমান, সুজাউদৌলা বাবলু, আবদুল মাবুদ, ডা. শাহ আলম ভুঁইয়া, ডা. আর কে রুবেল, সাংবাদিক রোকন উদ্দিন, জাহিদা পারভীন, হাসান মারুফ রুমি, আমির আব্বাস তাপু, মহিন উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।