সিআরবি থেকে রেল স্টেশন পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

আজাদী প্রতিবেদন  | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের সিআরবি এলাকা থেকে রেল স্টেশন পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, পূর্বাঞ্চল রেলওয়ের মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে দখলদারদের হাত থেকে রেলের নিজস্ব সম্পত্তি উদ্ধার করা হচ্ছে। নতুন রেল স্টেশন এলাকা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান ক্রমান্বয়ে চালানো হবে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে রেলের নিজস্ব সম্পত্তি উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, গত ১০ ডিসেম্বর রেল মন্ত্রণালয় থেকে রেলের জমি দখলকারীদের ৭ দিনের সময়সীমা বেধে দিয়ে জায়গা ছাড়ার নোটিশ পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। উচ্ছেদ অভিযানের পূর্বে স্থানীয়ভাবে মাইকিং ও সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছিল।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উচ্ছেদ অভিযানে সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাখাতে চসিকের ভর্তুকি ব্যয় নয়, বিনিয়োগ : মেয়র
পরবর্তী নিবন্ধভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের বিষয়ে যা বললেন মালদ্বীপের হাইকমিশনার