সিআরবিতে ৩ দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন

৩২ স্টলে থাকছে ঐতিহ্যবাহী নানা পণ্য । বিজয় দিবস গোটা জাতির জন্য মর্যাদা ও সম্মানের : বিভাগীয় কমিশনার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

নগরীর সিআরবি’র শিরীষতলায় ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। গতকাল দুপুরে প্রধান অতিথি হিসেবে বেলুনপায়রা উড়িয়ে ও ফিতা কেটে বিভাগীয় কমিশনার বিজয় বেলা২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রশাসন মেলার আযোজক। ৩২ স্টলের এ মেলা আগামীকাল ১৬ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। স্টলগুলোতে কারুশিল্প, কুটির শিল্পের মতো ঐতিহ্যবাহী নানা পণ্য স্থান পেয়েছে। এতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য প্রত্যক্ষ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোতাহার হোসেন ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (এল.) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাকর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে এবারের বিজয় দিবস আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। বিজয় দিবস গোটা জাতির জন্য মর্যাদা ও সম্মানের। আমরা যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালন করছি। সিআরবি’র পরিবেশ খুবই সুন্দর, জনসমাগমও বেশী হয়। এ জন্য লাল সবুজ দিয়ে এ মেলাকে সজ্জ্বিত করা হয়েছে। আমরা আশাকরি, এ মেলা অত্যন্ত প্রাণবন্ত হবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী কারু, শিল্প ও পণ্য মেলা করার জন্য সরকারীভাবে নির্দেশনা রয়েছে। এ বছর বিজয় মেলা উদযাপনের জন্য প্রথম বারের মত প্রাকৃতিক পরিবেশ ও গাছের ছায়া শীতল পরিবেশ বেষ্টিত সিআরবি শিরীষতলাকে মেলার ভেন্যু হিসেবে নেয়া হয়েছে। তিন দিনব্যাপী এ বিজয় মেলা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং দেশীয় পণ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি বলেন, এখানে যানজটের কোন বিষয় নেই। বিজয় মেলার সকল স্টল জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা করে দিয়েছি, যাতে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যগুলো বিক্রি ও প্রদর্শন করতে পারে। নতুন প্রজন্মের মাঝে দেশীয় পণ্যগুলো পরিচয় করে দেয়ার জন্য এই বিজয় মেলার আয়োজন বলেও জানান জেলা প্রশাসক।

পূর্ববর্তী নিবন্ধপুরাতন কাগজের মণ্ডে উন্নতমানের নতুন কাগজ বানাচ্ছে কেপিএম
পরবর্তী নিবন্ধরাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ