মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগের ভোটারবিহীন এমপি-মন্ত্রীরা সিআরবিতে হাসপাতাল নির্মাণের পক্ষে অবস্থান নিয়ে প্রমাণ করেছে তারা জনবিরোধী। চট্টগ্রামের ঐতিহ্য ও গর্বের জায়গা সিআরবির প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে হবে। গণমানুষের দাবি উপেক্ষা করে হাসপাতাল নির্মাণ করলে বিএনপি গণপ্রতিরোধ গড়ে তুলবে। তিনি গতকাল সোমবার সিআরবি সাত রাস্তার মোড়ে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা), গণ-অধিকার ফোরামের যৌথ উদ্যোগে সিআরবি রক্ষায় প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও সাজ্জাদ হোসেন ভূঁইয়ার পরিচালনায় প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর অবিলম্বে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, এম এ আজিজ, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মো. কামরুল ইসলাম। বক্তব্য দেন, মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, দিদারুল আলম, আরিফ মেহেদি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।