সিআরবিতে হাসপাতাল চাই না

নাগরিক সমাজের সমাবেশে বক্তারা

| রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

নাগরিক সমাজ, চট্টগ্রামের অবস্থান কর্মসূচি গত ২ সেপ্টেম্বর সিআরবি চত্বরে অনুষ্ঠিত হয়। কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মহাসচিব অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
আবৃত্তিশিল্পী ও লেখক দিলরুবা খাননের সঞ্চালনায় বক্তব্য দেন, ড. মোহাম্মদ ইদ্রিস আলী, শফিউল আলম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, বেলায়েত হোসেন, হাসিনা আক্তার টুনু, অধ্যাপক মাসুমা রহমান, নেসার আহমেদ খান, অধ্যাপক মো. মাসুদ আহাসান, জানে আলম, বনবিহারী চক্রবর্তী, মোরশেদুল আলম, শিল্পী অসীম দাশ গুপ্ত, মেজদাকুর রহমান, মশিউর রহমান খান, জানে আলম, নুরুল হুদা চৌধুরী, আকরাম হোসেন। উপস্থিত ছিলেন ক্যাবের মো. সারোয়ার আলম, আবুল বশর হেলাল, শিল্পী নারায়ণ দাস, আবৃত্তি শিল্পী বিপ্লব কুমার শীল, সালমান রশিদ অভি প্রমুখ। সভায় বক্তারা বলেন, আমরা হাসপাতালে বিপক্ষে নই। সিআরবি ছাড়া যেকোনো জায়গায় হাসপাতাল হতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ‘আঁরা রোহিঙ্গা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু
পরবর্তী নিবন্ধসিরাজউদ্দৌলা সড়কে সিপিডিএল স্কাইমার্ক প্রকল্পের নির্মাণকাজ শুরু