প্রস্তাবিত হাসপাতালের জায়গাতে রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তান চাকসু জিএস আবদুর রবসহ ৯ জন বীর মুক্তিযোদ্ধা শহীদের কবর। এই কবরের উপর ব্যক্তিমালিকানাধীন মুনাফামুখী হাসপাতাল নয়, যেকোনো স্থাপনাই হবে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। আমরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছি। তিনি কখনোই এখানে বাণিজ্যিক স্থাপনা হতে দেবেন না। গতকাল শুক্রবার নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগে ধারাবাহিক অবস্থান কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল বাংলাদেশ। এছাড়া কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব এ্যডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা জাসদের সভাপতি বেলায়েত হোসেন, বনবিহারী চক্রবর্তী, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, সাংবাদিক ঋত্বিক নয়ন, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, কবি মিনু মিত্র, কবি অসীম দাশগুপ্ত, মো. কায়সার উদ্দিন, জি. এম. কাদের আলী শাহ, মো. আমির খসরু চৌধুরী, নুরুল আজম রনি ও ছাত্রলীগের কর্মীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।