সিআরবিতে হাসপাতাল করা যাবে না

হিলটাউন রোটারি ক্লাবের অভিষেকে নাসির উদ্দিন ইউসুফ

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেছেন, সিআরবিতে হাসপাতাল করা যাবে না। সিআরবি সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক নান্দনিকতার কথা ছড়িয়ে দিতে সিআরবি শেখ রাসেল স্কয়াারে আগামী পহেলা বৈশাখ উদযাপন করবে গ্রাম থিয়েটার। গত ২১ নভেম্বর রোটারি ক্লাব অব চট্টগ্রাম হিলটাউনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা চট্টগ্রামের নান্দনিকতা ও প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করেছি। নদী না থাকলে বাংলাদেশ থাকবে না। ভেরিয়েশন না থাকলে শিশুরা বড় হবে কি করে। চট্টগ্রামে ৬১টি বধ্যভূমি ছিল। এখন তিনটার কথা জানি। বধ্যভূমি রক্ষা করতে হবে। রোটারিয়ান মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে নগরী একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চেয়ারম্যান রোটারিয়ান অনুপ ভট্টাচার্যের উপস্থাপনায় বক্তব্য দেন, রোটারি জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী, ডিজিই রোহেলা খান চৌধুরী, ডিজিএন ইঞ্জিনিয়ার মতিউর রহমান, পিডিজি এম আতাউর রহমান পীর, অ্যাসিটেন্ট গভর্নর জামাল উদ্দিন আহমদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি জালাল উদ্দিন বাবলু, সংবর্ধিত অতিথি পিডিজি এম এ আউয়াল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় আগ্নেয়াস্ত্রসহ দুই শিক্ষার্থী আটক
পরবর্তী নিবন্ধআবু তাহের মেমোরিয়াল ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ