নগরীর সিআরবিতে গত ডিসেম্বর মাসে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত তিনদিনের বিজয় মেলায় দুই নারী দর্শনার্থীর ওপর হামলার আলোচিত ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার পুলিশের একটি টিম নগরীর পাহাড়তলী ও খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আকাশ সরদার (২৬), পিতা–নান্নু সরদার, বাহিরকুশিয়া, নরিয়া, শরীয়তপুর; বর্তমানে পাহাড়তলী মেট্টাইল্যা পাড়ায় থাকেন। অপর আসামি মো. রিপন (২৬) পিতা–মোহাম্মদ হাফেজ সেলিম, বসন্তপুর, সেনবাগ, নোয়াখালী; বর্তমানে পাহাড়তলী মাস্টারলেন এলাকায় থাকেন। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, সিআরবিতে বিজয় মেলায় দুই নারী দর্শানার্থীর ওপর হামলার ঘটনায় কোতোয়ালীতে মামলা হয়েছে। এই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বছরের (২০২৫ সালে) ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর সিআরবিতে বিজয় মেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। মেলাকে কেন্দ্র করে আশপাশে বিভিন্ন ভাসমান দোকান গড়ে উঠে। মেলার শেষদিনে কয়েক হাজার মানুষ ভিড় করে। শেষদিনে একটি খাবারের দোকানে আগে–পরে খাবার দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই নারীকে এক যুবক চেয়ার দিয়ে বেধড়ক পেটানোর একটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক ছড়িয়ে পড়ে। তখন দৈনিক আজাদীসহ বিভিন্ন সংবাদ মাধ্যম এই খবরটি প্রকাশ করে।












