সিআরবিতে বাণিজ্যিক স্থাপনা জনগণ মেনে নেবে না

নাগরিক সমাজের অবস্থান কর্মসূচি

| রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

সিআরবিতে প্রস্তাবিত হাসপাতালের জায়গায় রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ চাকসু জিএস আবদুর রবসহ ৯ জন বীর মুক্তিযোদ্ধার কবর। এই কবরের উপর ব্যক্তিমালিকানাধীন হাসপাতাল শুধু নয়, যে কোনো স্থাপনাই হবে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। আমরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছি। তিনি কখনোই এখানে বাণিজ্যিক স্থাপনা হতে দেবেন না। সিআারবিতে বাণিজ্যিক স্থাপনা জনগণ মেনে নেবে না।
গতকাল শনিবার নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে ধারাবাহিক অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। বক্তব্য দেন, নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, জাসদ জেলা সভাপতি বেলায়েত হোসেন, অধ্যাপক হোসাইন কবির, বনবিহারী চক্রবর্তী, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাজাহান চৌধুরী, সাংবাদিক ঋত্বিক নয়ন, মো. মুসা, হাসিনা আক্তার টুনু, মিনু মিত্র, শারদ মাযহার, অসীম দাশগুপ্ত, নারায়ণ দাস, রোকনউদ্দিন, জসিম উদ্দিন, মোরশেদ আলম, আকরাম হোসেন, সৈয়দ নাফিজ উদ্দিন, মো. সাবের, সাজ্জাদ হোসেন জাফর, আব্দুল মজিদ বিপ্লব, দিদারুল ইসলাম মুরাদ, নুরুল আজম, অনির্বাণ দত্ত, জায়েদিদ মাহমুদ, পিয়াল দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনীতি প্রণয়নের মাধ্যমে জ্বালানিতে নাগরিকের অধিকার নিশ্চিত চাই
পরবর্তী নিবন্ধমুরাদ আহাম্মদ চট্টগ্রামের নতুন জেলা সমবায় অফিসার