নগরীর সিআরবি এলাকায় ভ্রাম্যমাণ খাবারের দোকানের সামনে দুই নারীকে এক যুবক চেয়ার দিয়ে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। একপর্যায়ে তাঁদের একজন মাটিতে পড়ে গেলে সেখানেও চেয়ার দিয়ে মারতে দেখা যায় ওই যুবককে। পাশের আরেক নারী এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে পুলিশের ভাষ্য, ঘটনাটি ১৬ ডিসেম্বর বিজয় দিবসের রাতের।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস ঘিরে গত রোববার থেকে মঙ্গলবার সিআরবি শিরীষতলা এলাকায় তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। মেলাকে কেন্দ্র করে আশপাশে বিভিন্ন ভাসমান দোকান বসে। ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মূল মেলার বাইরে খাবারের দোকানে এক যুবক দুই নারীকে প্লাস্টিকের চেয়ার হাতে বেধড়ক পেটাচ্ছেন। নারীদের একজন মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও চেয়ার দিয়ে মারতে থাকেন ওই যুবক।
পুলিশ বলেছে, ওই দুই নারী নগরীর পতেঙ্গা এলাকা থেকে বিজয়মেলায় বেড়াতে এসেছিলেন। একটি ভ্রাম্যমাণ দোকানে খাবার আগে–পরে দেওয়া নিয়ে এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তা মারামারিতে রূপ নেয়।
এ ব্যাপারে জানতে চাইলে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাইদ জানান, ঘটনার পর আহত দুই নারী ফাঁড়িতে এসে মৌখিক অভিযোগ দেন। পরে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে দুই নারী চলে যান। সেদিন মানুষের ভিড় ছিলো, এছাড়া বেশ কয়েকটি দোকানেও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় ভিডিও দেখে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে।












