সিআরবিতে ট্রফি উন্মোচন করলেন লিটন-শাই হোপ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি আজ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপেক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে আসা বাংলাদেশ আজ থেকে চট্টগ্রামে শুরু করছে টিটোয়েন্টি সিরিজ। সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। টিস্পোর্টস ও নাগরিক চ্যানেল ম্যাচটি সরাসরি দেখাবে।

গতকাল চট্টগ্রামের ঐতিহাসিক ও নান্দনিক সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) প্রাঙ্গণে উন্মোচিত হয়েছে বাংলাদেশওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টিটোয়েন্টি সিরিজের ট্রফি। গতকাল রোববার দুপুরে ব্রিটিশ আমলের স্থাপত্য পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ ট্রফিটি উন্মোচন করেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে সিরিজের ট্রফি উন্মোচনের ধারা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে ঢাকায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল ঐতিহাসিক লালবাগ কেল্লায় এবং অতীতে সিলেটে চা বাগানেও এমন আয়োজন দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের শতবর্ষী সিআরবিকে বেছে নেওয়া হয়। ট্রফি উন্মোচন শেষে দুই অধিনায়ক ফটোসেশনে অংশ নেন। সিআরবির দৃষ্টিনন্দন পুরোনো একটি রেল ইঞ্জিনের সামনে ট্রফি হাতে ছবি তোলেন লিটন দাস ও শাই হোপ।

মূলত এই সিরিজ দিয়েই আগামী বছরের টিটোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা। আগামী বছর ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠেয় টিটোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। এই দুই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশের। টিটোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। সর্বশেষ চার সিরিজই জিতেছে টাইগাররা। শ্রীলংকা, পাকিস্তান, নেদারল্যান্ডসের পর সর্বশেষ সিরিজে আফগানিস্তানকে হারায় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জিততে মরিয়া এখন বাংলাদেশ। সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হারে তারা। তবে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। আর এই জয়ে নিজেদের চাঙ্গা রেখেই চট্টগ্রামে খেলতে এসেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টিটোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ ৩০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। সামপ্রতিক পারফরমেন্স ও সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাস দলে ফেরায় উজ্জীবিত বাংলদেশ। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে সর্বশেষ এশিয়া কাপের শেষ দিকে এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। টিটোয়েন্টিতে সর্বশেষ ৭ ইনিংসে ৩টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। টিটোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক লিটন।

পূর্ববর্তী নিবন্ধআমি আর এখানে থাকব না
পরবর্তী নিবন্ধগুলির শব্দে আতংকিত নারীর মৃত্যু