সিআরবিতে কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৪

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:২০ পূর্বাহ্ণ

নগরীর সিআরবি এলাকায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, খুলশীর মো. আরজু, বাযেজিদের মো. নাঈম হোসেন, ডবলমুরিংয়ের মো. সুমন ও সদরঘাটের মোহাম্মদ জামাল। গতকাল নগরীর বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক আজাদীকে বলেন, ভুক্তভোগী কলেজ ছাত্র শাহাব উদ্দিন শিহাবের মা শাহনাজ বেগম মামলা করলে আমরা সেটি গ্রহণ করি এবং তদন্ত করে আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তার করি। ছিনতাই হওয়া একটি মোবাইল ও ১২০০ টাকা উদ্ধারের কথা জানিয়ে ওসি বলেন, গত ৩০ জানুয়ারি কলেজছাত্র শিহাবকে ছোরা দিয়ে আঘাত করে মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এর আগে অপর একজনকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হলে বিচার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও ওবায়দুল হক জানান।

পূর্ববর্তী নিবন্ধআরসা প্রধানের বডিগার্ড ও ২ ক্যাম্প কমান্ডার অস্ত্রসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপেকুয়া থানার তিন পুলিশের ব্যাখ্যা তলব আদালতের