চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার নগরের সিআরবি সাত রাস্তার মোড়ে গণ–অবস্থান করবে বিএনপি। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও চট্টগ্রাম বিভাগের আওতাধীন সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীদের অংশ নেয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি আজাদীকে বলেন, কেন্দ্রীয় এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেবে। গণ–অবস্থান কর্মসূচি সফল করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, চট্টগ্রাম ছাড়াও দেশের অন্য বিভাগীয় শহরগুলোতে এ কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচি সফল করতে বিভাগীয় পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহানকে টিমের দলনেতা এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে সমন্বয়কারী করা হয়।
চট্টগ্রামে কর্মসূচি বাস্তবায়নে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, লালদীঘি ময়দান, ওয়াসা মোড়ের যে কোনো একটি ব্যবহারের অনুমতি চেয়ে নগর পুলিশের বিশেষ শাখায় গত বুধবার আবেদন করে নগর বিএনপি। তবে প্রস্তাবিত জায়গায় অনুমতি দেয়নি সিএমপি। পরে বিএনপির দায়িত্বশীল নেতারা বিকল্প হিসেবে সিআরবি এলাকা প্রস্তাব করলে গত সোমবার তাতে সম্মতি দেয় পুলিশ।