সিআইডি সেজে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ মে, ২০২১ at ৫:২৫ পূর্বাহ্ণ

নগরীতে সিআইডি কর্মকর্তা সেজে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির সময় হাতেনাতে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ভুয়া কর্মকর্তা স্বাস্থ্যবিধি মনিটরিংয়ের নামে একটি জুতার দোকানে যান। স্বাস্থ্যবিধি অমান্যের অভিযোগে জরিমানার নামে দু’দিন ধরে বিভিন্নভাবে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে হয়রানি করে আসছিলেন। পরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার প্রতারকের নাম জয় বড়ুয়া (২২)। বর্তমানে উত্তর পতেঙ্গার স্টিল মিল বাজারের হাউজিং কলোনি রোডের একটি ভাড়া বাসায় থাকলেও সে রাঙ্গুনিয়ার পদুয়ার পূর্ব পাড়ার লিটন বড়ুয়ার ছেলে। তার কাছ থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের আইডি কার্ড, প্রতারণায় ব্যবহৃত মোবাইল ও চাঁদা হিসেবে হাতিয়ে নেয়া নগদ টাকা জব্দ করেছে তারা। এই ঘটনায় তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করা হয়েছে।
পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ আজাদীকে বলেন, শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় স্টিলমিল বাজারের বাটা শো-রুমে মাস্ক না পরার অভিযোগে কাস্টমারদের জোরপূর্বক বের করে দেন জয় বড়ুয়া নামের এই প্রতারক। এসময় দূর থেকে একটি আইডি কার্ড দেখিয়ে নিজেকে সিআইডি কর্মকর্তা বলে দাবি করেন তিনি। পরে সরকার ঘোষিত সময়ে দোকান বন্ধ না করা ও দোকানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এমন অভিযোগ তুলে দোকান মালিক মো. ইসমাইল থেকে পাঁচ লাখ টাকা জরিমানা দাবি করেন তিনি। এমনকি এক দিনের মধ্যে এই জরিমানা পরিশোধ করতে দোকান মালিককে সময় বেঁধে দেন ওই যুবক। পরে চাঁদা নিতে গেলে শনিবার রাতে হাতেনাতে সে পুলিশের হাতে ধরা পড়ে।

পূর্ববর্তী নিবন্ধচূড়ান্ত তালিকায় আরও ৭ হাজার বীর মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধসবুজবাগে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু