সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণে থাকা ডিবি কর্মকর্তার লাশ উদ্ধার

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

রাজধানীর শান্তিনগর এলাকায় সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে পুলিশের এক উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ৩৭ বছর বয়সী এসআই আফতাব উদ্দিন রিগ্যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে (উত্তর) কর্মরত ছিলেন। ৩৫তম ব্যাচের (আউটসাইড ক্যাডেট এসআই) কর্মকর্তা রিগ্যান প্রশিক্ষণ শেষে ২০১৭ সালে কাজে যোগ দেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারে। খবর বিডিনিউজের।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, প্রাথমিকভাবে আমরা মনে করছি তিনি আত্মহত্যা করেছেন। কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন? ডিবির ডিসি রিকাবদার বলছেন, আমরা এখনো এরকম কিছু জানতে পারিনি। তার ভাই আসছেন। তখন হয়তো কিছু জানা যাবে।

পল্টন থানার পুলিশ জানিয়েছে, এসআই রিগ্যান গত এক মাস ধরে ডিটিএস ডরমিটরিতে অবস্থান করছিলেন। সেখানে তার প্রশিক্ষণ চলছিল। থানার ওসি মোস্তফা কামাল খান বলছেন, গতকাল বুধবার সকালে আফতাব উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে আমরা মনে করছি তিনি আত্মহত্যা করেছেন। এর পেছনে পারিবারিক না অন্য কোনো কারণ রয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধশাশুড়িকে সঙ্গে নিয়ে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা