সিআইজি মৎস্য সমবায় সমিতিকে পিকআপ ভ্যান বিতরণ

| মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২৪ অপরাহ্ণ

এনএটিপি-২ প্রকল্প, মৎস্য অধিদপ্তরের আওতায় গঠিত ওয়াহেদপুর সিআইজি মৎস্য সমবায় সমিতিকে একটি পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে। প্রতীকী চাবি হস্তান্তরের মাধ্যমে পিকআপ ভ্যানটি বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, পিকআপ ভ্যান ক্রয়ে মোট ৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে, যার মধ্যে এনএটিপি-২ প্রকল্প হতে সমিতি ৩ লক্ষ ৮৭ হাজার টাকা অনুদান পেয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ, উপজেলা সমবায় অফিসার দীপক দাস, জেলা মৎস্য অফিসের ডিএডি মাইসুরা ইয়াসমিন, চন্দনাইশ উপজেলা মৎস্য অফিসার মো. কামাল উদ্দিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুলশী থানা পূজা উদ্‌যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধব্যবসায় নেতৃত্বে সাফিয়াত সোবহানের আন্তর্জাতিক অর্জন