মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অগ্রাধিকারের সঙ্গে মিল রেখে চলতে নিজেদের পুরো কর্মীবাহিনীকে আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। বিষয়টি সম্বন্ধে অবগত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে। সিআইএর নতুন পরিচালক জন র্যাটক্লিফের লক্ষ্য–উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, এক বিবৃতিতে বলেছেন সংস্থাটির এক মুখপাত্র। খবর বিডিনিউজের। তিনি বলেছেন, প্রশাসনের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ সিআইএ কর্মীবাহিনী নিশ্চিতে পরিচালক র্যাটক্লিফ দ্রুতগতিতে এগুচ্ছেন। এসব পদক্ষেপ সংস্থাটিকে নব উদ্যমে উজ্জীবিত করার সামগ্রিক কৌশলের অংশ।যুক্তরাষ্ট্রের এ গোয়েন্দা সংস্থা তার বাজেট এবং কর্মীসংখ্যা প্রকাশ করে না। আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব নিয়ে গোয়েন্দা সংস্থাটির মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদের সাড়া পায়নি রয়টার্স। ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ সংক্রান্ত খবর প্রকাশ করে।