‘গবেষণা এবং চিকিৎসা শিক্ষা : উদ্ভাবনকে অনুপ্রাণিত করণ ও বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিত করণ’– এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) প্রাঙ্গণে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। এতে কানাডা, তুরস্ক, থাইল্যান্ড, পাকিস্তানসহ দেশ–বিদেশের সাত শতাধিক চিকিৎসক, প্রতিথযশা চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক উপস্থিত থাকবেন। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি), চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ সম্মেলনটির আয়োজন করছে।
সম্মেলনে চিকিৎসা সংক্রান্ত ৭০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলনের কো–চেয়ারম্যান ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহৎ এই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, ডিরেক্টরেট জেনারেল অব মেডিকেল এডুকেশনের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসাইন। বাংলাদেশের মেডিকেল গবেষণার অন্যতম পথিকৃৎ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও মেডিকেল বিজ্ঞানী অধ্যাপক ডা. এম এ ফয়েজ, মেডিসিন বিভাগের প্রতিথযশা গবেষক অধ্যাপক ডা. রোবেদ আমিন, কিডনি রোগের প্রতিথযশা গবেষক অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্তসহ দেশের নামকরা চিকিৎসকরা এতে চিকিৎসা সংক্রান্ত অজানা অনেক তথ্য তুলে ধরবেন। সম্মেলনের চেয়ারম্যান ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ডিগ্রি প্রদান নয়, বরং নৈতিকতা, মানবিকতা এবং গবেষণাগত দক্ষতাসম্পন্ন স্বাস্থ্যসেবা পেশাজীবী তৈরি করা। এবারের সম্মেলন সেই লক্ষ্য অর্জনের একটি অন্যতম মাধ্যম।’ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন বলেন, ‘১৮ ডিসেম্বর চট্টগ্রামের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা খাতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। এবারের সম্মেলনের মূল লক্ষ্য হলো চিকিৎসা শিক্ষা ও গবেষণার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা। যা ভবিষ্যতের স্বাস্থ্যসেবাকে আরও উন্নত, গবেষণাভিত্তিক এবং রোগী– কেন্দ্রিক করে তুলবে। এই সম্মেলনের মাধ্যমে নতুন প্রজন্মের চিকিৎসক, দন্ত চিকিৎসক ও নার্সদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি, তাদের উদ্ভাবনী কাজের স্বীকৃতি প্রদান এবং জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে জ্ঞান বিনিময়ের একটি গতিশীল ফ্ল্যাটফর্ম তৈরি করা হবে। মেডিসিন, সার্জারি, পাবলিক হেলথ, বেসিক সায়েন্স, ডেন্টিস্ট্রি এবং নার্সিং–এর বিভিন্ন সমসাময়িক চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান তুলে ধরা হবে ৭০ গবেষণা প্রবন্ধে।’ আয়োজকরা জানান, ‘ইনস্টিটিউশনাল সিম্পোজিয়ার ফর মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ (আইএসএমইআর)-২০২৫’ শীর্ষক এই সম্মেলনে দেশের বিশিষ্ট চিকিৎসা শিক্ষাবিদ, বিশ্বখ্যাত গবেষক এবং স্বাস্থ্য খাতের নীতি–নির্ধারকরা কী–নোট সেশন ও প্লেনারি আলোচনায় অংশগ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, অধ্যাপক মো. নুরুন্নবী, অধ্যাপক ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, ডা. মো. কামরুল ইসলাম ও নার্সিং কলেজের অধ্যক্ষ ইলা দাস।











