সিআইইউ মার্কেটিং ক্লাবের প্রেজেন্টেশন বিষয়ক অনুষ্ঠান

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউতে) ছাত্র-ছাত্রীদেরকে প্রেজেন্টেশন বা উপস্থাপনা বিষয়ে আরও দক্ষ করে গড়ে তুলতে অনুষ্ঠিত হলো সৃজনশীল বিষয়ক দিনব্যাপী অনুষ্ঠান। সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের ৩৪০২ নম্বর কক্ষে ‘প্যারাময় প্রেজেন্টেশন’ শিরোনামে ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব (আইএমসি)-এর সদস্যরা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রেজেন্টেশনের আদ্যোপান্ত তুলে ধরেন ইনস্পিরা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিং লিমিটেড প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট মো. মুশফিকুর রহমান। তিনি প্রতিযোগিতার বাজারে প্রেজেন্টেশনের গুরুত্ব, উপস্থাপনায় গল্প বলার প্রক্রিয়া, স্লাইড উপস্থাপনার নমুনা, অনুশীলনসহ নানান বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দুই কৃতী শিক্ষার্থী উম্মে হানি এবং তামহিদুল ইসলাম। ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব-এর ফ্যাকাল্টি ইন-চার্জ ড. রোবাকা শামসের বলেন, প্রতিযোগিতামূলক বাজারে প্রেজেন্টেশনের গুরুত্ব বাড়ছে। সুন্দর, শ্রুতিমধুর ও তথ্যবহুল বিশ্লেষণকে কিভাবে আরও যুগোপযুগী করে উপস্থাপন করা যায়- তা তুলে ধরতেই শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার