সিআইইউ-তে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার

| মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:৩৫ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা ছাড়াও বাস্তব কর্মজীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা, আত্মবিশ্বাস ও মানসিকতা অর্জনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সমপ্রতি নগরীর চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)তে অনুষ্ঠিত হয় “ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার”। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর “ফিউচারন্যাশন”, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং গ্রামীণফোনের যৌথ সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিআইইউএর উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎমুখী দক্ষতা অর্জন, উদ্ভাবনী চিন্তা ও আত্মউন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল “স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনিং সেশন”, যেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আবির হোসাইন নুর, ট্রেইনিং কোঅর্ডিনেশন অফিসার, ফিউচারন্যাশন (ইউএনডিপি)। তিনি বর্তমান ও ভবিষ্যতের কর্মবাজারে প্রয়োজনীয় দক্ষতা, পেশাগত প্রস্তুতি এবং ক্যারিয়ার গ্রোথ নিয়ে বাস্তবভিত্তিক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। কর্মজীবনে নেতৃত্বগুণ, ডিজিটাল সক্ষমতা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান। সেমিনারে উপস্থিত ছিলেন সিআইইউএর বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। আয়োজকরা জানান, এই উদ্যোগের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার পরিকল্পনা, ফ্রন্টিয়ার টেকনোলজির জ্ঞানার্জন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতন করা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সেমিনার শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সহায়ক ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশ ও জাতির স্বার্থ অক্ষুণ্ন রাখতে ধানের শীষকে বিজয়ী করতে হবে
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার