সিআইইউ ক্যাম্পাসে চালু হল ক্যাফে ‘নাইন টু নাইন’

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) তারুণ্যমুখর ক্যাম্পাস লাইফের আনন্দ বাড়িয়ে দিতে যাত্রা শুরু করলো ক্যাফে ‘নাইন টু নাইন’। গত সোমবার নগরীর জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে ক্যাফেটি উদ্বোধন করেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, ভালো খাবার আর প্রাণবন্ত আড্ডার জন্য আগামী দিনে ক্যাফে নাইন টু নাইন সিআইইউ পরিবারের অংশ হয়ে থাকবে এমনটা চাওয়া আমার। এতে উপস্থিত ছিলেন সিআইইউর চার স্কুলের (অনুষদের) ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রশাসনিক শাখার পরিচালক, সিআইটিএস শাখার পরিচালক, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস শাখার পরিচালকসহ শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্বীনি খেদমত ও মানবসেবার মধ্যেই অসীম আনন্দ পাওয়া যায়
পরবর্তী নিবন্ধইউসিবির রোবোটিক প্রসেস অটোমেশন উদ্বোধন