সমাজের দুস্থ, অসহায় ও গরীব মানুষদের সহায়তা দিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (এসডব্লিউএস) এবং লায়ন্স ক্লাব অব পারিজাত এলিটের যৌথ আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প সমপ্রতি নগরীর পাঠানটুলির সিটি কর্পোরেশন বয়েজ হাই স্কুলে অনুষ্ঠিত হয়। এতে অন্তত ৭০০ জন নারী-পুরুষ ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
কর্মসূচিতে ছিল রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষা, চোখ-কান-গলা, নাক কান ফোঁড়ানো, রক্তচাপ পরীক্ষা, দাঁতের চিকিৎসা ইত্যাদি।
এতে প্রধান অতিথি ছিলেন লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। উদ্বোধন করেন সিআইইউর বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন লায়ন তারেক কামাল, লায়ন জাহানারা বেগম, লায়ন জামাল উদ্দিন, শওকত হোসাইন, আবদুর রহিম আরসেনি, ডা. বাসুদেব দে, এইচ এম ইকরাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এ ধরনের সেবামূলক কার্যক্রম তরুণ শিক্ষার্থীদের ভালো কাজে জড়িত হওয়ার উৎসাহ জোগানোর পাশাপাশি সুন্দর বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি