সিআইইউ এসডব্লিউএসের ফ্রি মেডিকেল ক্যাম্প

আজাদী অনলাইন | সোমবার , ১২ ডিসেম্বর, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

সমাজের দুস্থ, অসহায় ও গরীব মানুষদের সহায়তা দিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (এসডব্লিউএস) এবং লায়ন্স ক্লাব অব পারিজাত এলিটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প।

সম্প্রতি নগরীর পাঠানটুলির সিটি কর্পোরেশন বয়েজ হাই স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্তত ৭০০ জন নারী-পুরুষ ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পের আয়োজনের ভেতর ছিল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষা, চোখ-কান-গলা বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, নাক কান ফোঁড়ানো, শিশু বিশেষজ্ঞ, রক্তচাপ পরীক্ষা, দাঁতের চিকিৎসা, মেডিসিন প্রদানসহ ইত্যাদি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। উদ্বোধন করেন সিআইইউর বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন লায়ন তারেক কামাল, লায়ন জাহানারা বেগম, লায়ন জামাল উদ্দিন, শওকত হোসাইন, আবদুর রহিম আরসেনি, ডা. বাসুদেব দে, ইন্টারপোর্ট গ্রুপের এইচ এম ইকরাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা এ ধরনের সেবামূলক কার্যক্রম তরুণ শিক্ষার্থীদের ভালো কাজে জড়িত হওয়ার উৎসাহ জোগানোর পাশাপাশি সুন্দর বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব আন্দরকিল্লার চক্ষু চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধকোনো অপশক্তিকে অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না