নগরীর চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্প্রিং সেমিস্টারের (২০২৫) ভর্তি পরীক্ষা কাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জামাল খানস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অন্তর্ভুক্ত বিবিএ ও এমবিএ, আইন অনুষদের অন্তর্ভুক্ত এলএলবি ও এলএলএম, এলএলএম ইন হিউম্যান রাইটস, লিবারেল আর্টস অনুষদের অনর্ভুক্ত ইংরেজি বিভাগ, প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল (সিএসই), কম্পিউটার বিজ্ঞান (সিএস), কম্পিউটার প্রকৌশল (সিই) তড়িৎ এবং ইলেক্ট্রনিক প্রকৌশল (ইইই), ইলেক্ট্রনিক এবং টেলিযোগাযোগ প্রকৌশল (ইটিই) বিভাগে ছাত্র–ছাত্রী ভর্তি করানো হবে। এদিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিছু কোর্স / ক্রেডিট সম্পন্ন করেছে এমন শিক্ষার্থীরাও “ট্রান্সফার স্টুডেন্ট” হিসেবে সিআইইউতে ভর্তির জন্য বিবেচিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।