সিআইইউর স্কুল অব ল অনুষদে বিদায় সংবর্ধনা

| মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

পেশা হিসেবে ‘ওকালতি’ কেমন? কেউ কেউ বলতেন খুব চ্যালেঞ্জের, কেউবা বলতেন দুর্গম। এই সময়ের লোকজন বলেন, পৃথিবীতে নিজের অধিকার নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকতে হলে আইনের আদ্যোপান্ত জানার বিকল্প নেই।
সত্যি তাই। ক্যারিয়ারমুখী শিক্ষার্থীদের কাছে আইন পেশার জনপ্রিয়তা বাড়ছে। বাড়ছে সমাজ সচেতন অভিভাবকদের নিজের সন্তানকে এ পেশায় গড়ে তোলার পারিবারিক আগ্রহ। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) স্কুল অব ল’র আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা’। গত ৯ জানুয়ারি নগরের জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আইন পেশার নানান দিক তুলে ধরে বক্তব্য দেন অনুষদের শিক্ষকরা। তারা আগামি দিনে যারা এ পেশায় ক্যারিয়ার গড়ে নিজেকে মেলে ধরতে চান, তাদের মানসিক প্রস্তুতি নেওয়ার এখন-ই সময় বলে উল্লেখ করেন। স্কুল অব ল’র সহকারি ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন নতুন-পুরাতন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে সরকারি- বেসরকারি-এনজিও সেক্টরে আইন পেশার চাহিদার কথা তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুল অব ল’র প্রভাষক সানজানা হক। আহ্বায়ক ছিলেন প্রভাষক মো. আদনান কবির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধচবি ২১তম ব্যাচের কার্যনির্বাহী পরিষদের সভা