সিআইইউর বিজনেস অনুষদের ইন্ডাস্ট্রি গেস্ট স্পিকার সেশন

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৩৮ পূর্বাহ্ণ

উন্নত বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলগুলো ইন্ডাস্ট্রি বা শিল্পের সাথে নিবিড় যোগাযোগ রেখে চলে। ফলে বিশ্ববিদ্যালয়গুলো শিল্প সম্বন্ধে সম্যক ধারণা লাভ করে এবং ইন্ডাস্ট্রি হতে প্রাপ্ত তথ্য গবেষণার কাজে ব্যবহার করতে পারে। এসব গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল থেকে শিল্প প্রতিষ্ঠানগুলোও ব্যাপকভাবে লাভবান হয়। এছাড়া শিক্ষার্থীরাও শিল্প সম্বন্ধে একটি আগাম ধারণা লাভ করে।

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বিজনেস স্কুল ঠিক একই ধরনের দর্শন ধারণ করে ইন্ডাস্ট্রি বা শিল্প প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। এরই ধারাবাহিকতায় সমপ্রতি বিজনেস স্কুলের অন্তর্ভুক্ত ম্যানেজমেন্ট এবং এইচআরএম বিভাগের উদ্যোগে একটি ইন্ডাস্ট্রি গেস্ট স্পিকার সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাইডাস সেফটি বাংলাদেশ লিমিটেডের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী মোহাম্মদ আরিফ মইনুদ্দিন।

প্রধান অতিথি কর্পোরেট যোগাযোগ, অফিসের পরিবেশ, কর্মী সম্পর্ক, উৎপাদনশীলতা, কর্মীদের অংশগ্রহণ বিষয়ে আলোচনা করেন। সেশনে তিনি একজন কর্পোরেট লিডারের মানসিকতা, দক্ষতা এবং আচরণ কীভাবে একটি প্রতিষ্ঠানের সাফল্যে প্রভাব ফেলে, সে বিষয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের বাস্তব জীবনের নেতৃত্বের চ্যালেঞ্জ ও সুযোগ সম্পর্কে সচেতন করে তোলার উদ্দেশ্যে তার অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেন তিনি।

সেশনটি সমন্বয় করেন বিজনেস স্কুলের প্রভাষক আশিকুল মাহমুদ ইরফান। সমাপনী বক্তব্যে জেনারেল ম্যানেজমেন্ট ও এইচআরএম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসলেহউদ্দিন খালেদ গেস্ট স্পিকার সিরিজের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক তামান্না জামান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতে ইসলামী যুব বিভাগ দক্ষিণ জেলার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধজেনারেল ইলেক্ট্রিকের কারখানা পরিদর্শনে ইউএসটিসির বিবিএ শিক্ষার্থীরা