সিআইইউর বসন্ত বরণ উৎসবে ফাগুনের হাওয়া

| মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

প্রকৃতির দক্ষিণা দুয়ারে বইছে মিষ্টি হাওয়া। না, এই হাওয়া যে ফাগুনের হাওয়া। আর কড়া নেড়ে বলছে বসন্ত এসে গেছে। কোকিলের কণ্ঠেও বসন্তের আগমনী গান। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে গতকাল সোমবার পহেলা ফাল্গুন উপলক্ষে আয়োজন করা হয় বসন্ত বরণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সিআইইউর কালচারাল ক্লাব আয়োজন করে এই অনুষ্ঠানের।উৎসবের উদ্বোধন করেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

তিনি এই ধরনের আয়োজনের প্রশংসা করে জানান, ফাল্গুনের হাত ধরেই ডাক দিয়ে যায় ঋতুরাজ বসন্ত। পুরোনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে সবাইএই হোক নতুন চাওয়া। দু’পর্বে বিভক্ত অনুষ্ঠান সূচির শুরুতেই সকালে ছিল পিঠা উৎসব। অনুষ্ঠানে বাসন্তী ফুলের সৌরভে মাতোয়ারা হয়ে উঠে পুরো সিআইইউ ক্যাম্পাস। সাংস্কৃতিক পর্বের শুরুতেই ‘আহা আজ এ বসন্তে’ গানটির সঙ্গে অংশ নেন একঝাঁক শিক্ষার্থী। অনুষ্ঠানটির সমন্বয়ক ছিলেন সিআইইউর কালচারাল ক্লাবের আহ্বায়ক ড. রোবাকা শামসের। উপস্থাপনা করেন সানজানা এবং নীল। এতে সিআইইউর চার স্কুলের ফ্যাকাল্টি অ্যাডভাইজার, ডিন, শিক্ষক, রেজিস্ট্রারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা দিবসে ব্যতিক্রমী আয়োজন কাউন্সিলর মোরশেদ আলমের
পরবর্তী নিবন্ধযন্ত্রসঙ্গীতের মূর্ছনায় মুখরিত শিল্পকলা একাডেমি