নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ,কেক কাটা আর অনুভূতি ব্যক্ত করার মধ্য দিয়ে সিআইইউতে অনুষ্ঠিত হয়েছে সামার ২০২২ সেমিস্টারের ওরিয়েন্টেশন ।
গত বৃহস্পতিবার সিআইইউর চারটি অনুষদ বিজনেস স্কুল, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অব ল পৃথকভাবে ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করে। এই সময় শিক্ষকরা জানান, মুক্তচিন্তাদীপ্ত এবং মানবিক বোধসম্পন্ন জাতি হিসেবে সন্তানদের গড়ে তুলতে সিআইইউর প্রতি আস্থা বেড়েছে সচেতন অভিভাবকদের। যুগোপযুগী শিক্ষা, মানসম্পন্ন গবেষণা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হওয়ার কারণেই এই আস্থা তৈরি হয়েছে বলে অনুষ্ঠানে অনেকে মন্তব্য করেন। এর আগে ক্যাম্পাস লাইফের প্রথম দিনটি রাঙিয়ে তুলতে সদলবলে ভিড় করতে থাকেন ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীরা। এই সময় স্কুলগুলোর পক্ষ থেকে পৃথকভাবে তাদের বরণ করে নেওয়া হয়। পরে অনুষ্ঠানে ছাত্র–ছাত্রীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে চার স্কুলের পক্ষ থেকে পৃথকভাবে সভাপতিত্ব করেন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক মোহাম্মদ আকতারুল আলম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি