সিআইইউর উপাচার্যের সাথে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মতবিনিময়

| বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক হিসেবে অগ্রণী ভূমিকা রাখায় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) শিক্ষার্থীদের প্রশংসা করেছেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। তিনি বলেছেন, ছাত্ররাই আমাদের প্রাণ। অতীতেও বাংলাদেশের সংকটাপন্ন মুহূর্তে তারাই জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। এবারও তারা আবার প্রমাণ করলেন তারুণ্যই এগিয়ে যাওয়ার শক্তি। তাদের হাত ধরেই সূচিত হবে আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ। গতকাল বুধবার জামাল খানের ক্যাম্পাসের কনফারেন্স রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সিআইইউর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য। এসময় তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে দেশের চলমান পরিস্থিতি, তারুণ্যের ভাবনা এবং আগামী দিনের করণীয় নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইইউর ট্রেজারার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব ল’র সহকারি ডিন নাজনীন আক্তার, সাবেক ফ্যাকাল্টি মেম্বার ড. শাহ আহমেদ প্রমুখ। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপাচার্য সিআইইউর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও তাদের সহযোগিতা কামনা করেন।

উপাচার্যের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলি কেমন ছিল তা তুলে ধরেন অংশ নেওয়া সমন্বয়করা। অনেকে আন্দোলনের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। সমন্বয়কদের মধ্যে সাদমান কাইয়ূম, সাজিদ সামি চৌধুরী, মিনা চৌধুরী, অতীন্দ্রিলা চক্রবর্তী, নাঈমা তাবাস্‌সুম, কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুষ্কৃতিকারীদের প্রতিরোধের আহ্বানে পশ্চিম ষোলশহর বিএনপির মাইকিং
পরবর্তী নিবন্ধসংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয় পাহারায় মুনিরীয়া যুব তবলীগ কমিটি