দেখতে দেখতে কেটে গেল ক্যাম্পাস জীবনের বেশিরভাগ সময়। সম্পন্ন হলো গ্র্যাজুয়েশন প্রোগ্রাম। আর ক’দিন পরেই হয়ত কেউ ছুটবেন উচ্চশিক্ষার জন্য বিদেশে। কেউবা চাকরি নিয়ে ভবিষ্যৎ গড়বেন দেশে। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত গ্র্যাজুয়েশন সেরেমনি অ্যান্ড কালচারাল নাইট অনুষ্ঠানে ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের চোখে মুখে ছিল এমনই প্রত্যাশা।
সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ ‘সিআইইউ ইঞ্জিনিয়ারিং ফেস্ট ২০২২’ শিরোনামে সম্প্রতি নগরের আগ্রাবাদ হোটেলে অনুষ্ঠানের আয়োজন করে। এতে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কথামালার আয়োজন করা হয়।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসএসইর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। বক্তারা বলেন, জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রম এবং কাঙ্ক্ষিত পথ ধরে সামনে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জয়ন্তীকা, হুমায়রা, উলফাত ও ফারাহ। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেন মেহজাবিন, সূপর্না, পাপড়ি, প্রীতু, রেজওয়ানা, সুস্মিতা, সামাহ, নীরা, রিচি, তাহুরা, শৈলী, সানজিদা, জয়িতা, রিয়া, তানজিনা, নাঈম, নকি, এনামা, শুভ, রাইসা, নিলয়, সামিন, সিনান, অভিরূপ, অংকিতা, আয়শা, তাসনিম, ফারদিন, সুস্ময়, উর্বশী, জায়মা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









