শুদ্ধ সাংস্কৃতিক চর্চার বিকাশে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) যাত্রা শুরু করলো স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের সাংস্কৃতিক সংগঠন ‘স্ল্যাস কালচারাল ক্লাব’
সম্প্রতি জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেন, বাঙালি সংস্কৃতির রয়েছে গৌরবজ্জ্বল ঐতিহ্য।
নবপ্রজন্মের মাঝে এই ঐতিহ্য ছড়িয়ে দিতে স্ল্যাস কালচারাল ক্লাব আগামি দিনে মুগ্ধতার ছাপ রাখবে। অনুষ্ঠানে কেক কেটে ক্লাবের পথচলায় পাশে থাকার কথা জানান স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ফ্যাকাল্টি অ্যাডভাইজার অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিন ড. শাহ আহমেদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান কাজী মো. সাইফুল আসপিয়া প্রমুখ। উপদেষ্টা সহকারি অধ্যাপক লীমা সেন গুপ্ত বলেন, শিক্ষার্থীদের ভেতর শুদ্ধ সংস্কৃতির বন্ধন অটুট রাখতে ক্লাবটি নিরলস কাজ করে যাবে। সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে সমাজকে আলোকিত করতে ভবিষ্যতে নানামুখী অনুষ্ঠানের আয়োজন করার কথাও জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি ।