চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘সোশ্যাল ইকুইটি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান গত বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন মিশরের দ্য আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রো’র পাবলিক পলিসি এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী ডিন ও অধ্যাপক ড. শাহজাহান ভুঁইয়া। বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। এতে বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষা, সমাজ এবং উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সমতা ও টেকসইতা নিশ্চিত করার উপর আলোচনা করতে গিয়ে ড. ভুঁইয়া বলেন, সমাজে বিভিন্ন স্তরের মানুষদের মধ্যে ন্যায্যতা ও সুযোগের সমতা বজায় রাখলে টেকসই উন্নয়নের পথ সুগম হয়। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা জরুরি। কীভাবে শিক্ষার মাধ্যমে সমাজে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব এবং তরুণ প্রজন্মকে এই লক্ষ্যে যুক্ত করা যায় সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করেন। সমাপনী বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। শষে মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর এবং মতামতের মাধ্যমে নিজেদের ভাবনা তুলে ধরেন।