সিআইইউতে সেমিনার

| বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

সিনেমার সঙ্গে সাহিত্যের সম্পর্কের গভীরতা বহু পুরোনো। তবে সাহিত্য নির্ভর চলচ্চিত্রে থাকতে হবে আন্তঃমাধ্যম সমন্বয় এবং নির্মাতার মুন্সিয়ানা। কার্যকর ও দৃষ্টিনন্দন চিত্রকল্পের মাধ্যমে সাহিত্যের গল্পটিকে যদি নানান বৈচিত্র্যতায় সৃজনশীলভাবে ফুটিয়ে তোলা যায়, তবে তা হবে একটি স্বার্থক চলচ্চিত্র। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) আয়োজিত চলচ্চিত্র বিষয়ক সেমিনারে এমনই কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন ড. শাহ আহমেদ। নগরের জামাল খান ক্যাম্পাসের মিনহাজ কমপ্লেঙে সিআইইউর স্ল্যাস ডিবেটিং সোসাইটি ‘সাহিত্যের চলচ্চিত্রিক অনুবাদ: অবিকল না সৃজনশীল?’ শিরোনামে সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্ল্যাস ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর এবং প্রভাষক আশিকুর রহমান। উপস্থাপনা করেন কৃতী শিক্ষার্থী জান্নাতুন নূর। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা সিনেমা নিয়ে তাদের অভিমত তুলে ধরেন। প্রধান বক্তা সেসব প্রশ্ন মনোযোগ দিয়ে শুনেন এবং পরে সেগুলোর উত্তর চমৎকারভাবে তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ওঁমকার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাধনপুরের যুবক ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত