সিআইইউতে সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন

| শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৭:২১ পূর্বাহ্ণ

জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) সামার সেমিস্টারে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।ওয়াসিয়াতুল মারিফা ইফতির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, প্রক্টর অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, . সৈয়দ মনজুর কাদের, . রুবেল সেন গুপ্তা, শারমিন রড্রিগজ, নাজনীন আক্তার প্রমুখ। স্টুডেন্ট প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফায়হা মুনীর। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, সিআইইউ সবসময় শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে বদ্ধ পরিকর। সেই লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় গুণগত মান বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্‌থ ও মেডিকেল ক্যাম্প আয়োজন
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ল্যাপটপ প্রদান