সিআইইউতে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

নগরীর চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা গতকাল বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এতে বক্তব্য প্রদান করেন সিআইইউ’র জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ব্যবসায় অনুষদের শিক্ষক অধ্যাপক ড. নাইম আব্দুল্লাহ, স্কুল অব লিবারেল আর্টস এর প্রভাষক রাশেদা ফেরদৌস, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. রুবেল সেন গুপ্ত ও ব্যবসা অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ। সঞ্চালনা করেন কুমার দোয়েল দে।

বক্তৃতা প্রদানকালে বক্তারা বুদ্ধিজীবীদের শুণ্যতা অপুরণীয় উল্লেখ করে বলেন ১৯৭১ সালে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের নিধনের মাধ্যমে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা করা হয়েছিলো। প্রতিটি বিপ্লব আন্দোলনে বুদ্ধিজীবীদের টার্গেট করা হয়। ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বুদ্ধিজীবীরা নেতৃত্ব দিবেন। বক্তারা এসময় বুদ্ধিজীবী হত্যার সঠিক বিচার দাবী করেন।

আবু সাঈদ, মুগ্ধদের এদেশের ক্ষুদে বুদ্ধিজীবী আখ্যায়িত করে তাদের সাহসী ভুমিকার প্রশংসা করে উপাচার্য আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক,মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন দেখার আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধউত্তর গুজরা আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ