ভোক্তার অধিকার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সচেতন করতে সিআইইউতে অনুষ্ঠিত হলো ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক দিনব্যাপী সেমিনার। সম্প্রতি জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে ‘জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়’ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সিআইইউর বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেশব্যাপী এই কার্যক্রমে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে ইতিবাচক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ধারা সর্বত্র ছড়িয়ে দিতে তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণের বিকল্প নেই। তারা আরো জানান, যেহেতু সময়টা এখন অনলাইনের, তাই এখানে মার্কেটিং কিংবা ডিজিটাল পদ্ধতিতে কেউ যেন পণ্য কিনে প্রতারিত না হন সেদিকে বেশি নজর দিতে হবে। পণ্যের দাম বেশি নিলে কিংবা মেয়াদোত্তীর্ণ বা ভেজাল পণ্য বিক্রি করলে নিজে সচেতন হয়ে এর প্রতিবাদ করতে হবে। তবেই সমাজ ও দেশ এগিয়ে যাবে। এতে বক্তব্য রাখেন সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রুবেল সেন গুপ্ত, ইটিই বিভাগের প্রধান অধ্যাপক ড. আসিফ ইকবাল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিসুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি