সিআইইউতে বোর্ড অব ট্রাস্টির সভা

| শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:৪৫ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) নতুন স্থায়ী ভবন শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্যাম্পাস হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টির সদস্যরা। তারা বলেছেন, মানসম্মত পাঠদান ও যুগোপযোগী গবেষণা চালু রাখার পাশাপাশি নতুন স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। শিক্ষার গুণগত ধারা বজায় রাখতে ভালো মানের এই ক্যাম্পাস আগামীতে উচ্চ শিক্ষায় বড় ধরনের ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তারা।

গতকাল বৃহস্পতিবার সকালে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ১২তম বোর্ড অব ট্রাস্টির সভায় এসব কথা বলেন সদস্যরা।

সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ। উপস্থিত ছিলেন ট্রাস্টি সদস্য মো. আমিনুজ্জমান ভূঁইয়া, প্রকৌশলী আলী আহমেদ, এ এইচ এম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, সাফিয়া গাজী রহমান, মোহাম্মদ খালেদ মাহমুদ, ইসমাঈল দোভাষ, মির্জা সালমান ইস্পাহানি, আমিনুর রেজা খান, উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, কাউন্সিল অ্যাফেয়ার্স শাখার ইনচার্জ রুমা দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যপ্রাণী পাচারের চেষ্টা, দুই পাচারকারীর দন্ড
পরবর্তী নিবন্ধনাসিরাবাদে ভবনে জমাটবদ্ধ পানি, মালিককে জরিমানা